posnews.xyz

ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং Was a Lie

যখন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি তখন জানতে পারলাম যে কোনো সোর্স থেকে ইলেকট্রন বের হয়ে লোডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্তে ফিরে আসে। এভাবে একটা সার্কিট বা বর্তনী সম্পূর্ণ হয়। একটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে এই চার্জ পরিবাহী ইলেকট্রন বের হয়। আরো জানতে পারলাম যে, যদিও ইলেকট্রন বের হয় নেগেটিভ সাইড থেকে কিন্তু প্রচলিত তত্ত্বের উপর ভিত্তি করে কারেন্ট প্রবাহের দিক ধরা হয় উল্টো দিকে। অর্থাৎ, ব্যাটারির ইলেকট্রন নেগেটিভ প্রান্ত থেকে বের হইলেও কারেন্ট প্রবাহিত হয় পজিটিভ প্রান্ত থেকে। খুব সুন্দর একটা ব্যাখ্যা। HSC তে পড়ার সময় এই বেসিক ক্লিয়ার না থাকলেও ভার্সটিতে ওঠার কয়েক দিনের মধ্যেই আয়ত্ব করতে পারলাম। এমনকি এই গুলোর উপর ভিত্তি করে অনেক গুলো থিওরি যেমন, ভোল্টেজ ল, কারেন্ট ল, মেশ, নোড, ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যান্সফার থিওরি, নর্টন থিওরি কত কি মুখস্ত করে ফেললাম। 

সব ই ভাল চলছিল। আলোর গতিতেই কারেন্ট প্রবাহিত হয়, সেই প্রবাহ আবার সরাসরি হতে পারে (দিক পরিবর্তন না করে – DC), আবার দিক পরিবর্তন করে ওয়েভ আকারেও হতে পারে (AC)। আহা, সহজ তো এগুলো অনুধাবন করা। 
কিন্তু বিষয়টা এত সহজভাবে গেলো না শেষ পর্যন্ত। এখন জানছি যে, আমাদের পুরো জীবন ই ভুলের মধ্যে যাচ্ছে। ইলেকট্রন প্রবাহের কারণে লাইট জ্বলে না, ফ্যান ঘুরে না, এসি রুম ঠান্ডা করে না। ইলেকট্রন শুধুমাত্র ঐ পরিবাহীর কনা গুলোতে উত্তেজিত করে করে, যায় ফলে ওয়েভ তৈরি হয় এবং এই ওয়েভের কারণেই লাইট জ্বলে, ফ্যান ঘুরে, এসি রুম ঠান্ডা করতে পারে। আশ্চর্য। 
আরো জানলাম যে, আলোর গতিতে চলে কারেন্টের গতিই সব থেকে বেশি গতি নয় এই মহাবিশ্বে। সহজ ভাষায়, আলোর গতির চেয়েও বেশি গতি রয়েছে। কিভাবে? বলছি। 
ধরুন পৃথিবীতে একটা ইলেকট্রন আছে, আরেকটা ইলেকট্রন আছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরের কোনো একটা গ্রহে। এবার আপনি যদি প্রথিবির এই ইলেক্ট্রন টি কোনোভাবে ডান দিকে ঘুরাতে পারেন তবে সাথে সাথেই ওই লক্ষ কোটি আলোক বর্ষ দূরের গ্রহে থাকা ইলেক্ট্রন টি বাম দিকে ঘুরাতে শুরু করে দিবে। কিভাবে সম্ভব এটা? এটা কোন শক্তির মাধ্যমে হচ্ছে? এর নাম কি? এর কি আদৌ কোনো ব্যাখ্যা আছে? 
প্রশ্ন গুলোর কোনো উত্তর আমার কাছে আপাতত নাই। ওয়েট করছি বিজ্ঞানীদের এই ব্যাপারে ব্যাখ্যার জন্য। জানতে পারলে আপনাদেরকেও জানাবো ইনশা আল্লাহ। 

Leave a Reply

Positivity
%d bloggers like this: