বাংলাদেশ সরকারের তৈরি কিছু প্রয়োজনীয় অ্যাপ যেগুলো আপনি জানেননা কিন্তু আপনার জন্য খুবই কার্যকারী হতে পারে সেগুলো নিয়ে কথা বলেছেন বুয়েটের এক শিক্ষক, আমার খুব প্রিয় একজন মানুষ মোঃ এনায়েত চৌধুরী। আসুন তার কথা গুলো জেনে নেই-
বাংলাদেশে প্রতি ১০০ জনের মধ্যে ৪৭ জনই মোবাইল ব্যবহার করে আর প্রধান কারন হল এখানে সবচেয়ে সস্তা মোবাইলটার দাম মাত্র ২৫০০ টাকা। আর সাধারণত গড়ে প্রটিতা বাঙালি ফোনে ৪০টার মত অ্যাপ রাখেন তবে মাত্র ১৮টি অ্যাপেই তারা বেশীরভাগ সময় কাটান। আশার কথা হল আমাদের দেশও এখন অনেক আধুনিক অ্যাপ ডেভেলপ করছে আর বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অধীনে ২০০ ঘন্টার একটি ফ্রী-অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স চালু করে যার আওতায় সমগ্র বাংলাদেশের ইয়ং জেনেরাশনের মধ্যে অ্যাপ ডেভেলপমেন্ট স্কিল বাড়ানোর চেষ্টা করে। তবে কিছু প্রশ্ন থেকেই যায় যেমন অ্যাপ ইন্সটল করার সময় আমাদের যে ব্যক্তিগত তথ্য তারা নিচ্ছে সেগুলো কিভাবে ব্যবহার করছে, কাদের হাতে যাচ্ছে, আমাদের প্রাইভেসি লঙ্ঘন হয় কিনা।
Read More Article: ২০২২ সালে বাংলাদেশের জন্য ৫টি বিজনেজ আইডিয়া
২০১৫ সালে বাংলাদেশ সরকার একটি কোম্পানির সাথে চুক্তি করে ৫০০টির মত অ্যাপ তৈরি করার সিদ্ধান্ত নেয়। এতে ৯ কোটি টাকা খরচ হয় সরকারের। তবে আমরা ইন্টারনেটে খুজলে এই ৫০০টি অ্যাপ পাব না। বরং গুগল প্লে স্টোরে ২০১৭ সালে ১০০টির মত অ্যাপ পাওয়া যেত আর এখন বর্তমানে মাত্র ৫৩ টির মত অ্যাপ আছে। ন্যশনাল অ্যাপ বাংলাদেশ লিখে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে আপনিও দেখে নিতে পারেন। তারমানে এই অ্যাপগুলো হয় আপডেট হচ্ছে না অথবা প্লে স্টোর থেকে সরিয়ে নিচ্ছে।
এখানে আমরা বাংলাদেশ সরকারের তৈরি কিছু অসাধারণ অ্যাপ আপনাদের কাছে তুলে ধরছি-
১। উত্তরাধিকার- এই অ্যাপটি বাংলাদেশের সবচেয়ে ভাল অ্যাপ বলে মনে করা হয়। এর রেটিং ৪.৭। এই অ্যাপ দিয়ে আপনাদের ভাই-বোনের সম্পদের হিসাব করা হয় নিখুতভাবে। আপান্র বাবার মোট সম্পদের পরিমান ইনপুট দিলে এই অ্যাপ বলে দিবে আপনারা কে কি পরিমান সম্পদ পাবেন। গ্রামের দিকে এই অ্যাপটি খুবই কার্যকারী। অ্যাপটি পেতে চাইলে এখানে ক্লিক করুন।
২। Bangladesh Directory- এই অ্যাপের মাধ্যমে আপনি সরকারী সকল অফিসারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এখানে সকল সরকারী অফিসারের ছবি ও ইমেইল দেওয়া আছে। আপনি চাইলে কারোর নাম লিখে সার্চ দিতে পারে। ইন্সটল করুনঃ এখানে ক্লিক করুন। প্রত্যন্ত অঞ্চলে যেখানে অফিসার ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ কঠিন সেখানে এটি খুবই কার্যকারী হতে পারে।
৩। আমার নির্বাচনী এলাকাঃ এটি শুধুমাত্র এমপি দের জন্য। এই অ্যাপের মাধ্যমে তারা নিয়মিত যেকোন সময় আপনার এলাকার উন্নয়ন ও সমস্যার সামগ্রিক ব্যবস্থার চিত্র তুলে ধরে। এটার ডাটাবেজ আপডেট থাকলে খুবই উপকারি। অ্যাপটি শুধুমারত্র এমপিদের জন্য হলেও এর ওয়েবসাইটটি কিন্তু সবার জন্য।
৪। আমার সরকার- সরকারী সকল সেবাদানের প্লাটফর্মকে এই অ্যাপের মাধ্যমে এক সাথে প্রেসেন্ট করা হয়েছে যেমন পানির বিল, গ্যাস বিল, লাইসেন্স ইত্যাদি। এসব শুবিধার জন্য আপনি কোথায় জাবেন, কি কি নিয়ে যাবেন সবই পাবেন এই অ্যাপে। অ্যাপটি এখানে পাবেন।
৫। ভূমিসেবা- জমিজমা সংক্রান্ত অনেক ডাটা আপনি এখানে পাবেন। পাশাপাশি কোন কোন সুবিধার জন্য কোথায় যেতে হবে বা কার কাছে যেতে হবে তাদের যোগাযোগের ঠিকানাসহ যাবতীয় তথ্য পাবেন। অ্যাপটি এখানে পাবেন। জমিজমা কেনা বেচার সাথে সংশ্লিষ্ট লোকের কাছে অ্যাপটি খুবই কার্যকারী।
৬। eKhatian- এই অ্যাপের মাধ্যমে আপনি খতিয়ান বা মৌজা সম্পর্কে কোন কস্ট ছাড়াই জেনে নিতে পারবেন। সাথে আপনার কোন কাগজের আপ্লিকেশন দেওয়া থাকলে তার আপডেট জানতে পারবেন। অ্যাপটি নিয়ে নিন এখানে।
৭। Rail Sheba – এই অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই ট্রেনের টিকিত কাটতে পারবেন। অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করতে এখানে ক্লিক করুন।
৮। সুরক্ষাঅ্যাপ – এর মাধ্যমে আপনি ঘরে বসেই করোনার ভাক্সিনের টিকার জন্য আপ্লাই করতে পারবেন। শুধুমাত্র আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিয়েই খুব সহজেই আপনি ভাক্সিনের জন্য অ্যাপ্লাই করতে এখানে ক্লিক করুন। সবথেকে ভাল বিষয় হলো এই অ্যাপ বানাতে আমাদের কোন টাকা খরচ হয়নি। এটি আমাদের আইসিটি ডিভিশনের কয়েকজন প্রগ্রামার মিলে তৈরি করেছেন।